B.M : 23081
H.M : 1225
Degree : 2523
EIIN : 126933
Phone : 02588867910
Mob : 01309 126933
অধ্যক্ষের বক্তব্য
নওহাটা সরকারি ডিগ্রি কলেজটি রাজশাহী জেলা সদর থেকে মাত্র ১০ কি:মি: দূরে রাজশাহী নওগাঁ মহাসড়কের ধারে শাহ্মখদুম বিমানবন্দরের উত্তরদিকে নওহাটা নামক স্থানে একটি মনোরম পরিবেশে অবস্থিত। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটির তখন নাম ছিল নওহাটা মহাবিদ্যালয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি উপজেলায় একটি করে কলেজ সরকারি করণের ঘোষনার ফলে ২০১৮ সালের ৮ আগষ্ট কলেজটি “নওহাটা সরকারি ডিগ্রি কলেজ” নামে গেজেটভুক্ত হয়।
বর্তমানে কলেজটি একটি পূর্ণাঙ্গ কলেজ। এখানে উচ্চ মাধমিক পর্যায়ে মানবিক, বানিজ্য ও বিজ্ঞান এবং ডিগ্রি পর্যায়ের কলা, বানিজ্য ও বিজ্ঞান বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এছাড়াও কারিগরি এইচ.এস.সি ও ডিগ্রি পর্যায়ের বি.এ এবং বি.এস.এস কোর্স চালু আছে।
বর্তমানে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এবং পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান কারিগর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এই লক্ষে অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দকে আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি এই কলেজে একটি কম্পিউটার ল্যাব গড়ে তুলেছি এবং দক্ষ শিক্ষকমন্ডলীর মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করার ব্যবস্থা নিয়েছি। কম্পিউটার ল্যাবে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা করেছি। পরবর্তীতে প্রতিটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হবে। অত্র কলেজে একটি নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা, ফরম পূরণ, বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের খবর নোটিশের মাধ্যমে অবহিত করা হচ্ছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেমেন্ট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।
এই কলেজে শিক্ষক পরিষদ এবং একাডেমিক কাউন্সিল গ্রহিত বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন কমিটির মাধ্যমে বাস্তবায়িত হয়। এছাড়াও ক্লাস মনিটরিং টিম রয়েছে। যারা প্রত্যেকটি ক্লাস সঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে অধ্যক্ষ মহোদয়কে অবহিত করেন।
সর্বপরি এই কলেজের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকগন ও কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির শ্রীবৃদ্ধি ও উত্তোরত্তর সাফল্য বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
প্রফেসর আবু সুফিয়ান মোঃ মোস্তফা জামান-৭১০০
(১৬‘শ বি.সি.এস)
অধ্যক্ষ
নওহাটা সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী।