নওহাটা সরকারি ডিগ্রি কলেজটি রাজশাহী জেলা সদর থেকে মাত্র ১০কি:মি দূরে রাজশাহী নওগাঁ মহাসড়কের ধারে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের উত্তর দিকে পবা উপজেলার নওহাটা নামক স্থানে একটি মনোরম পরিবেশে অবস্থিত। বাংলাদেশ স্বাধীনতা পূর্বকালে পবা উপজেলায় কোথাও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের শুরুর দিকে ত্রান ও পূর্নবাসন মন্ত্রী হিসাবে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ত্রান ও পূর্নবাসন কার্যক্রম দেখার জন্য নওহাটায় আসেন। সময়ের দাবির প্রেক্ষিতে নওহাটায় একটি কলেজ প্রতিষ্ঠার জন্য সেদিনের সচেতন ব্যক্তিগন এবং ছাত্র জনতা জোরালো দাবি তোলেন। এই দাবির প্রেক্ষিতে জনাব এ.এইচ.এম কামারুজ্জামানের সভাপতিত্তে একটি সভায় কলেজ পরিচালনা কমিটি গঠিত হয়.....
নওহাটা সরকারি ডিগ্রি কলেজটি রাজশাহী জেলা সদর থেকে মাত্র ১০ কি:মি: দূরে রাজশাহী নওগাঁ মহাসড়কের ধারে শাহ্মখদুম বিমানবন্দরের উত্তরদিকে নওহাটা নামক স্থানে একটি মনোরম পরিবেশে অবস্থিত। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটির তখন নাম ছিল নওহাটা মহাবিদ্যালয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি উপজেলায় একটি করে কলেজ সরকারি করণের ঘোষনার ফলে ২০১৮ সালের ৮ আগষ্ট কলেজটি “নওহাটা সরকারি ডিগ্রি কলেজ” নামে গেজেটভুক্ত হয়। ...